Saturday 7 April 2018

লং টেলড্ ফিঞ্চ-খাবার -নর ও মাদা পাখি চেনার উপায়-প্রজনন

অস্ট্রেলিয়ার ফিঞ্চ জাতীয় পাখিগুলির মধ্যে লং টেলড্ ফিঞ্চ পৃথিবীতে বেশ জনপ্রিয় ।এই পাখির দেহের চারপাশে হাল্কা বাদামী রঙ এবং লাল রঙের পায়ের ঠিক ওপরের দিকে চওড়া কালো সাদা দাগ থাকে । এই কালো দাগ গুলি পাখিটিকে খুব আকর্ষণীয় করে তোলে।  একটি সুন্দর লম্বা লেজ থাকার জন্য এর নাম লং টেলড্ ফিঞ্চ অর্থাৎ লম্বা লেজযুক্ত ফিঞ্চ পাখি ।




খাবার :  অন্যান্য ফিঞ্চ জাতীয় পাখির মতই এদের প্রোটিন , ভিটামিন , মিনারেলস জাতীয় খাবার দেওয়া উচিত । পাখিকে কাঁকর যুক্ত দানার সাথে অল্প পরিমাণে তৈলাক্ত জাতীয় খাদ্য শস্য যেমন ব্ল্যাক সীড , সানফ্লাওয়ার সীড মিশিয়ে দিতে হবে । এছাড়া প্রতি সপ্তাহে ভাতের সাথে ডিম সিদ্ধ ও সামান্য কুচোন সবুজ শান, বরবটি ইত্যাদি পাখিকে দিলে ভাল ফল পাওয়া যাবে ।সুস্থ ও সবল পাখির জন্য পাখিকে ক্যালসিয়াম জাতীয় খাবার যেমন সমুদ্রের ফেনার টুকরো এবং পাখি যাতে সহজে হজম করতে পারে তার জন্য কাঠকয়লা রেখে দেওয়া অবশ্যই উচিত এছাড়া পাখিকে পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে জল দিয়ে রাখতে হবে এবং সেই পাত্রের জলে কোন জীবাণুর সংক্রমক না হয় তার দিকে লক্ষ রাখা এবং পাখির খাঁচায় অবশ্যই গ্রীট রাখতে হবে ।

নর ও মাদা পাখি চেনার উপায় লং টেলড্ ফিঞ্চ জাতীয় পাখির ক্ষেত্রে নর ও মাদা পাখি চেনা খুবই কষ্টকর । অভিজ্ঞ ব্যাক্তির মত অনুসারে ঠোঁট ও চোখের কালো দাগ দেখে বুঝতে পারেন কোনটা নর, কোনটা মাদা । ১। নর পাখির কালো দাগ মাদা পাখির থেকে বড় হয় । ২। বাচ্চা পাখির ঠোঁটের নিচে বুকের ওপর হাল্কা কালো রঙের গোলাকার দাগ ছাড়া সারা শরীরই ধূসর রঙের হয় এবং ঠোঁটের রঙ কালো হয়। ৬ মাস বয়সের পর এদের রঙ সম্পূর্ণ পরিণত হয় ।  



প্রজনন অস্ট্রেলিয়ার স্টার ফিঞ্চ পাখির মত লং টেলড্ ফিঞ্চ পাখির প্রজনন খুব সহজ নয় । তবে একটু অভিজ্ঞতা থাকলে এদের থেকে ডিম ও বাচ্চা পাওয়া যেতে পারে । তবে একটা কথ অবশ্যই মনে রাখতে হবে ৬ মাস বয়সে কখনই পাখিকে প্রজনন করান উচিত নয় । প্রজনন করানোর আগে পাখির যে সমস্ত প্রয়োজনীয় খাদ্য দরকার তা পাখিকে  দিতে হবে । ডিম পাড়ার জন্য বাঁশের তৈরী ঝুড়িতে ঘাস বা নারকেলের ছোবড়ার টুকরো দিয়ে তৈরী বাসায় এই পাখি ৫ থেকে ৬ টি ডিম পাড়ে । আর এই ডিমগুলিতে অধিকাংশ সময় ভালো করে তা দেয় না ফলে বাচ্চার যাতে ক্ষতি না হয় তার জন্য খাঁচায় লং টেলড্ ফিঞ্চ পাখির সাথে কিছু বেঙ্গলিস পাখি রাখা হয় প্রজনন করানোর জন্য । পাখি ডিম পাড়া হয়ে গেলে ডিমগুলি বেঙ্গলিস পাখি যেখানে তা দিচ্ছে সেখানে রেখে দিয়ে ঝুড়ি সরিয়ে নিতে হবে । এরপর ১২ থেকে ১৩ দিনের মাথায় ডিম ফুটে বাচ্চা বের হয় । ২৩ থেকে ২৪ দিন পরে বাচ্চা বাসা থেকে বেড়িয়ে আসে । এই লং টেলড্ ফিঞ্চ পাখি প্রায় ৬ থেকে ৭ বছর পর্যন্ত বাঁচে ।

No comments:

Post a Comment

The important thing for pet birds

Many people in our country see the birds of a foreign cage awake. I think we can keep these cages in the house at the same time, and we c...